ডবল ইঞ্জিন সরকার হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ত্রিপুরাতে স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৮ সালে বলেছিলেন যে বিজেপি যদি একবার ক্ষমতায় আসে তাহলে তাঁরা সপ্তম পে কমিশন চালু করবেন, কিন্তু তার পর থেকে আর অমিত শাহ ত্রিপুরা যেতে পারেননি। উল্টে সরকারী চাকরীই লাটে উঠছে ত্রিপুরাতে। তাহলে যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখে গ্যাসের দাম হাজার টাকা দিচ্ছেন তাঁরা কি করে আবার সোনার বাংলার স্বপ্ন দেখছেন? যাহা চকচক করে তাহাই কিন্তু সোনা নয়- এটি একটি প্রাচীন প্রবাদ।
by সুমন সেনগুপ্ত | 12 March, 2021 | 1914 | Tags : Sonar Bangla Achhe Din LPG Petrol Diesel Uttar Pradesh Human Development Index